মিশন : বাংলাদেশ ক্যাথলিকমÐলীতে পবিত্র ক্রুশ সম্প্রদায়ের ব্রাদারদের দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বতন্ত্র ও অনন্য মিশন হল- শিক্ষার্থীদের সক্রিয় কর্মঠ , সৃজনশীল, অন্যকে বুঝা এবং দয়া প্রদর্শন এবং স্বীয় ধর্মের প্রতি বিশ^াস বৃদ্ধিতে কার্যকরী পদক্ষেপ নিতে সহায়তা করা। শিক্ষার্থীদের আধ্যাত্মিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক, আবেগিক এবং শারীরিক গঠনে তাগিদ প্রদানের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ সুনাগরিক তৈরি করা তথা সার্বিক মানবীয় গঠনদানই আমাদের প্রধান লক্ষ্য। এছাড়া অসম্প্রদায়িক চেতনায় শিক্ষার্থীদের পরস্পরের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে সুদৃঢ়ভিত্তিতে গড়ে তোলা।
ভিশন: শিক্ষার্থীর জীবন ও জীবনধারনের জন্য মন ও হৃদয়ের প্রকৃত গঠন দান। কৌতুহলী ও চিন্তাশীল মানুষরূপে গড়ে তোলা, জ্ঞানার্জন ও প্রদর্শনেউদ্দীপ্ত করা এবং জ্ঞান ও দক্ষতার উন্নয়নে সাহায্য করা যা তাদের জীবনভর একজন জ্ঞানপিপাসু মানুষ হিসাবে সমাজে, দেশে ও বিশে^ সবিশেষ অবদান রাখতে সহায়তা করবে। অধিকন্তু, আমাদের বিদ্যাপীঠে প্রাপ্ত মূল্যবোধগুলো যেমন:-শ্রদ্ধা, সহনশীলতা, মানবিকতা, সংকটপূর্ণ পরিবেশে দৃঢ়তা/নির্ভীক এবং সকল সদ্গুণাবলী অর্জন ও চর্চা করে সে হয়ে উঠবে অনন্য বিশ^ নাগরিক।